প্রতিবন্ধী দিবসে শিল্পকলায় 'সুন্দরম'র নাটক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

প্রতিবন্ধীদের নাট্য সংগঠন 'সুন্দরম’ ঢাকার মঞ্চে একটি নাটক মঞ্চস্থ করতে চলেছে।


আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 'কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী' নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে।


সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নাটকে বিভীষিকাগ্রস্থ এক মনোজগতের গল্প তুলে ধরা হয়েছে। এই নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল গত এপ্রিলে।


এইচ.এস রাজন ও সাকী ব্যানার্জী লেখা 'কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী'র নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম ও এশা ইউসুফ।


অভিনয় করছেন অন্তরা দাস, আহসান মহিউদ্দিন খান বাপ্পা, আবদুল্লাহ আল মামুন, এস এম ফেরদৌস ইকরাম ফয়সাল, কনিকা রায়, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, কাজল খান, নুর মোহাম্মদ মুন্সী, ফারহানা আলী পিংকি, মোর্শেদ মিয়া, মামুনুর রশীদ ইফতি, শাহজাদা কবির শুভসহ অনেকে।


সুন্দরম জানিয়েছে, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করাই তাদের লক্ষ্য। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করার কাজ করছে সংগঠনটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us