বেশি কিছু চেষ্টা করিনি: নাহিদ

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ছিল চরম ব্যাকফুটে। আরেকটি ব্যর্থতার গল্প লেখার প্লট ছিলো তৈরি। তবে তৃতীয় দিনে পুরো মোড় ঘুরিয়ে দিলেন নাহিদ রানা। চেহারায় শান্ত, মিষ্টি ভাব থাকলেও বোলিংয়ে ঝরালেন আগুন। গতি, বাউন্সের তোড়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে লিড পাইয়ে দিলেন বাংলাদেশকে। দিনের খেলা শেষে তিনি বলছেন এমন বল করতে খুব বেশি কিছু করা লাগেনি তার।


নিজেরা ১৬৪ রানে গুটিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে ১৮ রানের লিড নিয়ে নেয় বাংলাদেশ। ৬৫ ওভারের মধ্যে ১৮ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ।


২২ বছর বয়েসী চাঁপাই নবাবগঞ্জের পেসারের এটিই প্রথম পাঁচ উইকেট। বিসিবির পাঠানো ভিডিওতে নিজের সাফল্য নিয়ে মুখচোরা নাহিদ, '৫ উইকেট পেয়েছি শুকর আলহামুদিল্লাহ। বেশি কিছু চেষ্টা করিনি। চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে কীভাবে বল করা যায়। এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করা যায়।'


নাহিদের বোলিংয়ে ম্যাচে ফিরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও জুতসই হয়েছে।  ৫ উইকেটে ১৯৩ রান তুলে ২১১ রানের হয়ে গেছে বাংলাদেশের। এই লিড আড়াইশ ছাড়িয়ে নিতে পারলেই নিজেদের জেতার রাস্তা পরিষ্কার দেখছেন নাহিদ,  'অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আড়াইশ (লক্ষ্য) দিতে পারলে চতুর্থ দিনে ব্যাটারদের জন্য কঠিন হবে। উইকেটে অসমান বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। এই উইকেটে ব্যাটারদের জায়গা না দিয়ে রান আটকে বল করলেই হবে, ব্যাটাররা অনেক কিছু চেষ্টা করবে।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us