থার্ড টার্মিনাল নিয়ে এখন অনেক প্রশ্ন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:১১

ঢাকার শাহজালাল বিমানবন্দরে যে থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশে ‘যোগাযোগের নতুন যুগের সূচনা হবে’ বলা হচ্ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে, সেই টার্মিনালের ব্যয় নিয়ে এখন প্রশ্ন উঠছে, সন্দেহ দেখা দিয়েছে কার্যকারিতা নিয়েও।


এখন অভিযোগ উঠছে, কয়েকগুণ বেশি খরচ করেও ‘নিম্নমানের সামগ্রী’ বসানো হয়েছে এ টার্মিনালের নির্মাণ কাজে। একটিমাত্র রানওয়েতে এখনি উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত জট পড়ছে। সেখানে আরেকটি রানওয়ে তৈরি না করে শুধুমাত্র টার্মিনাল ভবনের ওপর ভিত্তি করে সেবা কতখানি বাড়ানো যাবে, সে প্রশ্নও রয়েছে।


অভিযোগ রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, আশপাশের দেশগুলোর থেকে কয়েকগুণ বেশি টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। সে কারণে প্রতিটি এয়ারলাইন্স বিমানবন্দরে নিজেদের লোক নিয়োগ দিয়ে কাজ চালাচ্ছে। তাতে খরচ বাড়ছে যাত্রীদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us