সহজ ব্যবহারযোগ্যতা, সাশ্রয়ী মূল্য ও নিরবচ্ছিন্ন সংযোগের জন্য ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রাভেল ই-সিম। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও জাপানের ৮৭ শতাংশ ব্যবহারকারী এর ব্যবহারকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করেন।
ওই জরিপে মোট ৩ হাজার ৫৩৫ জন ব্যবহারকারী অংশ নেন। তাৎক্ষণিক সংযোগের সুবিধা ও বাড়তি রোমিং চার্জ এড়ানোকে ট্রাভেল ই-সিম ব্যবহারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন তারা। খবর কাউন্টারপয়েন্টরিসার্চ।