চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাস দুয়েকের মতো বাকি থাকলেও এখনো ভেন্যু নিয়ে দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে আইসিসির সভা ১৫ মিনিটেই শেষ হয়ে গেছে। কোনোপক্ষই ঐক্যমতে পৌঁছতে পারেনি। ভারত চায় চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হোক। কিন্তু আয়োজক দেশ পাকিস্তান এর তীব্র বিরোধিতা করছে। তবে আট দলের এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনাই বেশি।
রাজনৈতিক কারণে ২০০৮ সালের পর ভারতের ক্রিকেট দল পাকিস্তানে যায় না। ভারতের চাপে গত এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে একপ্রকার বাধ্য হয়েছিল পাকিস্তান। সেবার ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। এবারও ভারত এমনই কিছুর দাবি করেছে। তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করার। কিন্তু দীর্ঘদিন পর আইসিসির ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তান তাতে রাজি হবে কেন?