আ্যফিলিয়েট মার্কেটিং বলতে সহজ ভাষায় অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে নিজে কমিশন নেওয়া। অনলাইনে কেনাবেচা করে এমন কোনো প্রতিষ্ঠানের পণ্য কিনতে আরেকজনকে উদ্বুদ্ধ করলে বিক্রীত ওই পণ্যের ওপর কমিশন দেয় কোম্পানিটি। অ্যামাজন, ইবেসহ বেশ কিছু সাইট থেকে দেশে বসেই উপার্জন করা যায়।
তবে এরজন্য নিজের ওয়েবসাইট থাকা দরকার। ওই সাইটে কোনো পণ্যের বিষয়ে অল্প কিছু রিভিউ লিখে আয় করা যায় সহজেই। এছাড়া এসইও, ব্যাকআপ লিংক তৈরি করেও আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার তৈরিকৃত লিংক থেকে কেউ পণ্য কিনলে আপনি পাবেন কমিশন। ধৈর্য সহকারে সময় ও শ্রম দিলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফলতা অর্জন করা সম্ভব।