ঋণ মান নির্ধারণে নতুন নিয়মে যে সুফল মিলতে পারে

যুগান্তর এম এ খালেক প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫

বাংলাদেশ ব্যাংক গত ২৭ নভেম্বর জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ মান নির্ধারণের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুসরণের জন্য শিডিউল ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। আগামী বছর এপ্রিল মাস থেকে এ নতুন নীতিমালা প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এ নীতিমালার ফলে এখন থেকে কোনো ঋণ হিসাবের কাছে ব্যাংকের পাওনা কিস্তি তিন মাস অর্থাৎ ৯০ দিন অপরিশোধিত থাকলে তার পরদিন থেকেই তা খেলাপি হিসাবে চিহ্নিত হবে।


আওয়ামী লীগ সরকার আমলে একশ্রেণির প্রভাবশালী উদ্যোক্তাগোষ্ঠীর চাপের মুখে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংজ্ঞায়ন করার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেছিল। বর্তমানে কোনো ঋণ হিসাবের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলেও ঋণগ্রহীতা আরও এক বছর পর্যন্ত নিজেদের খেলাপি ঋণমুক্ত দেখানোর সুযোগ পেতেন। এ সময়ের মধ্যে তারা নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পেতেন। নতুন নীতিমালা জারি করার কারণে এখন থেকে কোনো ঋণ হিসাবে পাওনা ঋণের কিস্তি নির্ধারিত দিনে পরিশোধ না করা হলে পরদিন থেকেই তা খেলাপি ঋণে পরিণত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us