একটি দাবিদাওয়া নিষ্পত্তি সংস্থার রূপরেখা

যুগান্তর সালেহ উদ্দিন আহমদ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪২

দেশে দাবিদাওয়া নিয়ে নৈরাজ্য চরমে উঠেছে। চারদিকে দাবি আর দাবি। সংঘবদ্ধ দাবির চাপ এত বাড়ছে যে সরকার তা সামাল দিতে পারছে না এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীরও সীমাবদ্ধতা লক্ষ করা যাচ্ছে। দাবি জানানো খুব সহজ- কর্মচারীদের বেতন ২০ শতাংশ বাড়াতে হবে, নেতারা দাবি লিখলেন। কোন কর্মচারী এ দাবির সঙ্গে একমত না হবেন? সবাই চায় নিজের বেতন অনেক বা নিদেনপক্ষে কিছুটা বাড়াতে।


দাবি ন্যায্য কি না, সরকারের সামর্থ্য আছে কি না, দাবিটি অন্য সংস্থার কর্মচারীদের জন্য বৈষম্যমূলক কি না-এসব চিন্তা করার লোক কোথায়? শুরু হলো আন্দোলন। হাসপাতালে একজন অসুস্থ ছাত্র মারা গেছেন। তার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার জন্য শুরু হলো আন্দোলন। সরকার কিছু একটা করল, হয়তো একজন-দুজন ডাক্তারকে বদলি করল। কিন্তু আন্দোলন থামে না। মৃত ব্যক্তিকে যে ফিরিয়ে আনা যায় না, তা কেউ বুঝতে চায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us