খবরের ছড়াছড়ি চারদিকে। ফলে খবর জট পেকে যাওয়ায় অনেক খবরের প্রতিই আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এজন্য মাঝে-মধ্যে ঘরের খবর পরের কাছ থেকে শুনতে হয়। তেমনি পশ্চিমবঙ্গের এক পরিচিত লেখক-অধ্যাপক কলকাতা থেকে ফোন করে ‘গুজবে’র সত্যাসত্য জানতে চাইলেন।
তিনি কলকাতায় রোকেয়া চর্চার একটি সংগঠনের সঙ্গে যুক্ত। বললেন, তারা শুনেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে রোকেয়ার নাম সরিয়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম রাখার জন্য স্মারকলিপি দিয়েছে। আমার কাছে তথ্যটিকে ‘গুজব’ই মনে হলো। তবুও আমি স্নেহভাজন অধ্যাপককে বললাম, আমি খবর নিয়ে জানাব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ফোন করলাম। আমি স্তম্ভিত হলাম। ঘটনা নাকি সত্য।