জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ২১১ রানের। চতুর্থ দিনে ১৯৩ রানে ৫ উইকেট হাতে রেখে ব্যাট করতে নামবে সফরকারীরা। স্বাভাবিকভাবেই এই লিডটা আরও বাড়বে। সেটা কত বাড়ে তার ওপর নির্ভর করবে এই টেস্টের ফল। তবে একটা ব্যাপার পরিষ্কার এই টেস্টে জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।
জ্যামাইকার অতীত পরিসংখ্যান অন্তত কথা বলছে বাংলাদেশের পক্ষেই। যা তৃতীয় দিন শেষে এগিয়ে রাখছে বাংলাদেশকে। কেননা, বার্বাডোজের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২১২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। সবশেষ ২০০৩ সালে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির দেখা গিয়েছিল। সেবার শ্রীলংকার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ।