পুড়ে যাওয়া একটি লরি, কাঁদানে গ্যাসের খালি শেল ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টার—সবকিছু ছড়িয়ে–ছিটিয়ে আছে। ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে হওয়া বিশাল বিক্ষোভের চিহ্ন বয়ে বেড়াচ্ছে এই জিনিসগুলো। এই সেই বিক্ষোভ, যা কয়েক দিন আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে পুরো অচল করে দিয়েছিল।
গত মঙ্গলবার বুশরা বিবি ডি চক এলাকার বিক্ষোভস্থলে একটি শিপিং কনটেইনারের ওপর দাঁড়িয়েছিলেন। বুশরার গায়ে কালো রঙের বোরকার ওপর সাদা রঙের একটি চাদর জড়ানো ছিল। তাঁর মুখ ছিল সাদা নেকাবে ঢাকা। বুশরা যখন ওই এলাকায় পৌঁছান, তখন তাঁর স্বামীর হাজার অনুসারী রাস্তায় দাঁড়িয়ে পতাকা ওড়াচ্ছিলেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।