পালংশাকের জু‌সের যে ৫‌ উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত

প্রথম আলো প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮

শীতকাল চ‌লে এসে‌ছে, সঙ্গে বাজারে এসে গেছে শীতের ‘অতিথি’ পালংশাকও। এই শাক কিন্তু সত্যিকার অর্থেই পুষ্টির ‘পাওয়ার হাউস’, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট। আমাদের দেশে পালংশাক সাধারণত তরকারি হি‌সে‌বে খাওয়া হয়, তবে জুস হি‌সে‌বেও এর প্রচলন বাড়ছে। পালংশাকের জুস স্বাস্থ্যের জন্য নানা কারণেই উপকারী। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাঁচটি উপকারিতার কথা জেনে নেওয়া যাক।


অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ


পালংশাকের জুসকে অ্যান্টি-অক্সিডেন্টের ‘কারখানা’ বলা যায়। এতে লুটেইন, বিটা ক্যারোটিন, কোমারিক অ্যাসিড, ভায়োলাজেনথিন এবং ফেরুলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। ৮ জনের ওপর করা ১৬ দিনের গবেষণা অনুসারে, প্রতিদিন ৮ আউন্স (২৪০ মিলি) পালংশাকের জুস পান করলে ডিএনএর অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ করা যায়। প্রাণীদের ওপর করা গবেষণাতেও পালংশাকের এই একই উপকারিতা পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us