হলে যাঁরা দেখেননি, তাঁদের সুযোগ করে দিচ্ছেন কুসুম

প্রথম আলো প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

দুই মাস আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শরতের জবা’। এই ছবি পরিচালনা করেন অভিনয়শিল্পী কুসুম সিকদার। গত ১২ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি যাঁরা দেখার সুযোগ পাননি, তাঁদের জন্য সুখবর। ১২ ডিসেম্বর ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। আজ চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন অভিনয়শিল্পী ও পরিচালক কুসুম সিকদার।


কুসুম জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরবের জবা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। ১২ ডিসেম্বর বেলা তিনটায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্লাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us