মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ এবার বাস্তব রূপ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক প্রকৌশলী এবং ইউটিউবার মার্ক রোবার মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার এক অভিনব উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য মহাকাশে একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনাও করেছেন তিনি। এই স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পৃথিবীর সঙ্গে সেলফি তুলতে পারবেন আগ্রহীরা।
মার্ক রোবার ইতিমধ্যেই উদ্ভাবনী কাজে বেশ পরিচিতি পেয়েছেন। কাঠবিড়ালিদের জন্য প্রতিবন্ধকতার কোর্স চালু, বিশ্বের বৃহত্তম সুপার সকার বানানো এবং বারান্দায় চোরদের জন্য গ্লিটার বোমা উদ্ভাবন করে অনলাইনে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার তিনি গুগল এবং টি-মোবাইলের সহযোগিতায় মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ দিতে কাজ শুরু করেছেন।