বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতা। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সবকিছু ছাপিয়ে এবার কাঠবিড়ালীর মতো প্রাণী রক্ষায় কাজ করবে এআই। ধূসর ও লাল রঙের কাঠবিড়ালীর মধ্যে পার্থক্য বলে দিতে পারে, এমনই এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন কয়েকজন উদ্যোক্তা। বিভিন্ন প্রাণী রক্ষায় এই এআই টুল পুরোপুরি ‘গেইম চেঞ্জার’ হতে যাচ্ছে বলে দাবি তাদের।
লাল রঙের কাঠবিড়ালীর সংখ্যা কমে আসার পেছনে সবচেয়ে বেশি দায়ী ধূসর রঙের কাঠবিড়ালী। এর আংশিক কারণ হলো, এদের সংখ্যা অনেক বেশি। আর এরা এমন একটি ভাইরাস বহন করে, যা থেকে তারা নিজেরা নিরাপদ থাকলেও তা লাল রঙের কাঠবিড়ালীর জন্য তা খুবই বিপজ্জনক।