রেয়ালে নতুন ভূমিকায় মানিয়ে নিতে উন্মুখ বেলিংহ্যাম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৮:১৮

রেয়াল মাদ্রিদে আক্রমণভাগে খেললেই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন জুড বেলিংহ্যাম। তবে একাদশে সতীর্থদের জায়গা করে দিতে এবং দলকে জেতাতে একটু পেছনে খেলতেও আপত্তি নেই এই ইংলিশ মিডফিল্ডারের।


গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেলিংহ্যামের। কিলিয়ান এমবাপে আসার পর ফরমেশনের প্রয়োজনে একটু পেছনে নেমে যেতে হয়েছে এই তরুণকে। সেই কারণেই কিনা, এবার ততটা কার্যকরও হতে পারছেন না তিনি।


গত মৌসুমে লা লিগায় প্রথম ৯ ম্যাচে আট গোল করেছিলেন বেলিংহ্যাম। এবার ৯ ম্যাচে করতে পেরেছেন কেবল দুই গোল। গোলের দীর্ঘ অপেক্ষা শেষে চলসি মাসে এসে আসরে প্রথম জালের দেখা পান তিনি, পরের ম্যাচে করেন আরেকটি।


চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে লিভারপুলের বিপক্ষে খেলবে রেয়াল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সাংবাদিকদের নিজের খেলা নিয়ে বললেন বেলিংহ্যাম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us