ফিলিপাইনে ভ্রমণেচ্ছু পর্যটকেরা তাঁদের ঘুরে দেখার তালিকায় এখন অনন্য একটি ভবনকে রাখতেই পারেন। ফিলিপাইনের দুর্গম পাহাড়ে মুরগির আকৃতিতে ভবনটি গড়ে তোলা হয়েছে। বিশ্বে মুরগির আকৃতিতে তৈরি হওয়া সবচেয়ে বড় ভবন এটি। শুধু ঘুরে দেখা নয়, ভবনটিতে আছে থাকার সুব্যবস্থাও। তবে এর জন্য দিতে হবে ভাড়া।
ছয়তলা এই আবাসিক হোটেল ভবনের উচ্চতা প্রায় ৩৫ মিটার বা ১১৪ ফুট। এর ভেতর ১৫টি কক্ষ আছে। সব কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরে থেকে মুরগির অবয়ব যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করতে কক্ষগুলোয় কোনো জানালা রাখা হয়নি।
নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশের পাহাড়ের ওপর অবস্থিত কাম্পুয়েসতোহান হাইল্যান্ড রিসোর্টে ভবনটি তৈরি করা হয়েছে। যুগান্তকারী ভবনটি গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। এটি বিশ্বে মুরগির আকৃতিতে তৈরি সবচেয়ে বড় ভবন।
এ ভবন তৈরির উদ্যোক্তা রিকার্দো কানো গোয়াপো তান। এ ধরনের নকশায় ভবন তৈরির কথা প্রথম তাঁর মাথাতেই আসে।
৭০ বছর বয়সী তান সিএনএনকে বলেন, তিনি সব সময় চেয়েছেন, এ নশ্বর পৃথিবীতে বড় ধরনের কোনো নিদর্শন রেখে যেতে।