রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামীর হাতে এলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, ‘জামায়াতের লোকেরা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না। জনগণ যদি পরীক্ষামূলকভাবে জামায়াতের হাতে বাংলাদেশকে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, তা আমরা দেখাব।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ‘ন্যায্যমূল্যে সবজি বিক্রয়’ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এ কথা বলেন।
জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে জানিয়ে সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার জিনিসপত্রের দাম দ্রুত সহনশীল পর্যায়ে নিয়ে আসবেন। তাঁরা হয়তো চেষ্টা করছেন। কিন্তু দেশে মানুষ নামের কিছু অমানুষ, যাঁদের রাজনৈতিক পরিচয় আছে, তাঁদের বিভিন্ন সামাজিক পরিচয় আছে, তাঁরাই বাজার ও পরিবহন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন। তাঁরাই বাজার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন।