টয়লেট দিবসে যে ঘোষণা দিলেন শাকিব খান

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ২০:১৪

আজ একই দিনে দুই দিবস। পুরুষ দিবস এবং টয়লেট দিবস। তো এমন দিনে ‘টয়লেট’ সংক্রান্ত এক ঘোষণা নিয়ে হাজির হলেন এই সময়ের বাংলা চলচ্চিত্রের বড় পুরুষ তারকা শাকিব খান। তবে শুধু শাকিব খানই নয়, ঘোষণার সময় হাজির ছিলেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা।


এ তালিকায় আছেন বিদ্যা সিনহা মিমও। শাকিব খান আর মিমের একটি ছবি এরই মধ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য সম্প্রতি সিনেমায় দেখা না গেলেও এখন নানা কারণে তাদের একসঙ্গে বা একই মঞ্চে দেখা মেলে প্রায়ই। সেটা অবশ্য কসমেটিক ব্র্যান্ড রিমার্ক-হারল্যানের কারণে বেশি।


কারণ প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিম। আর শাকিব খান রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকের পদে।


আজ দুপুরে এই দুজনসহ এক ঝাঁক তারকা মিলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘অ্যা প্লেস ফর পিস’ সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us