বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রতিদিনই নিত্যনতুন ঘটনা নতুন সংবাদের জন্ম দিচ্ছে। অনেক ঘটনা আপাতদৃষ্টিতে মনে হয় তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গেছে; কিন্তু সেগুলোর ফলাফল সুদূরপ্রসারী। এসব ঘটনা মানুষের মনের আয়নাঘরকে উন্মোচিত করেছে। এমন কিছু ঘটনা এখানে তুলে ধরা হলো।
মব জাস্টিস : আমাদের মনের আয়নাঘর
মব জাস্টিস বাংলাদেশে নতুন নয়। রাস্তাঘাটে অনেক দেখেছি, পকেটমার বা ডাকাত বলে একজনকে সবাই মিলে মারছে। এমনও দেখেছি, মব-মারের জটলায় লোকজন হুড়াহুড়ি করে এসে সবার দেখাদেখি লাথি মারলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কী হয়েছে ভাই? মব জাস্টিসে অংশগ্রহণ যেন আমাদের নাগরিক দায়িত্ব! আমরা আয়নায় নিজেদের দিকে তাকালে দেখব, আমাদের মনের মাঝেই একেকটা আয়নাঘর! যারা এ মব-মারে অংশগ্রহণ করেন, তাদের বেশিরভাগ আত্মসমর্থনের জন্য বলেন, আমি তো মাত্র একটা লাথি দিয়েছিলাম, লোকটাকে মেরে ফেলার মতো এমন কোনো আঘাত করিনি।