গত ১১ নভেম্বর আজারবাইজানের বাকু শহরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন, যাকে বলা হয় কনফারেন্স অব পার্টি বা কপ২৯। এই সম্মেলন চলবে ২২ নভেম্বর ২০২৪ পর্যন্ত। ১৯৮টি দেশ বা পার্টির এতে অংশ নেওয়ার কথা। অনেকে বিস্মিত যে আজারবাইজানকে সম্মেলনের আমন্ত্রণকারী দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে।
কারণ আজারবাইজানের শতকরা ৯০ ভাগ রপ্তানি আয় জীবাশ্ম জ্বালানি থেকে আসে এবং এর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর যে পরিকল্পনা এরই মধ্যে প্রদান করা হয়েছে, তা অপর্যাপ্ত।
বস্তুত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নিয়ম অনুযায়ী পূর্ব ইউরোপের একটি দেশ এ বছর কপ২৯ আয়োজন করবে। রাশিয়া যখন ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশকে আমন্ত্রণকারী দেশ হিসেবে নির্বাচনে বাধা দেয়, তখন আজারবাইজানের আমন্ত্রণ গ্রহণ করা হয়।