ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের দমদমা সেতুর কাছে লেন পরিবর্তনের ব্যবস্থা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুরের দমদমা এলাকা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (আরটিটিসি) সামনে এই সড়ক অবরোধ করা হয়। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে ঢাকা-রংপুর মহাসড়কের ওই স্থান দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
বক্তারা অভিযোগ করেন, ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে রংপুর মডার্ন মোড় থেকে দমদমা সেতু এলাকা প্রায় তিন কিলোমিটার। এই মহাসড়কের দুই পাশে কয়েকটি গ্রাম রয়েছে। আছে আরটিটিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু মহাসড়কে লেন পরিবর্তনের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। এতে আরটিটিসির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন। তাঁরা মড়ক পারাপারের জন্য পদচারী সেতু এবং লেন পরিবর্তনের ইউটার্ন চান।