‘ভূতনাথ’ নামে মলিন বেশভূষার সেই লম্বা বুড়ো ভূতটার মেজাজ খিটখিটে হলেও মনটা ছিল বড্ড নরম। বুড়ো ভূত ‘ম্যায় ভূত হু’ বলে যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন, মানুষের বন্ধু হতেই তাকে বেশি দেখা দেছে দুইটি সিনেমায়।
সেই ভূতনাথ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে পর্দায় আসছেন অমিতাভ বচ্চন।
এনডিটিভি লিভেছে, ভয় দেখানোর সাথে সাথে সবাইকে হাসাতে আসছেন বিগ বি। সিক্যুয়েলে শাহরুখ খানকেও দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। এবারে শাহরুখের চরিত্রটি আগেরগুলোর তুলনায় আরও বড় পরিসরে আনারা কথা ভাবা হচ্ছে।