চেষ্টা থাকবে মানুষকে স্বস্তি দেওয়ার: উপদেষ্টা বশির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৬:২৫

দেশের মানুষের জীবনযাত্রায় ‘স্বস্তি আনতে’ কাজ করার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।


তিনি বলেছেন, পরিস্থিতির বদল আনতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে কোনো ম্যাজিক নয়, বরং ‘অতিরিক্ত পরিশ্রম’ প্রত্যাশা করছেন তিনি।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার একদিন পর সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথমবারের মত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছিলেন বশির উদ্দিন।


তিনি বলেন, “আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরো কার্যকর করার জন্য ইনসাফের সাথে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব।


"কাজ করার সময় সবার জন্য করব। এক্ষেত্রে ব্যক্তির ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়কে আমরা বিবেচনায় নেব না। আমাদের চেষ্টা থাকবে মানুষকে একটু স্বস্তি দেওয়া। আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us