যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেছেন, বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়ালে প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত ডেমোক্রেটিক পার্টি। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত।
নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় ৭ নভেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে পেলোসির সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।