কম্পিউটারের প্রধান অংশ হলো এর প্রসেসর এবং এটি পিসির কর্মক্ষমতা নির্ধারণ করে। তাই ঠিকঠাকমতো আউটপুট পেতে হলে প্রসেসরের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। নিয়মিত যত্ন এবং সঠিকভাবে ব্যবহার করলে প্রসেসরের আয়ু ও পারফরম্যান্স দীর্ঘস্থায়ী হয়। প্রসেসর ভালো রাখার সাতটি উপায় তুলে ধরা হলো :
ধুলাবালি পরিষ্কার রাখুন
প্রসেসরের চারপাশে ধুলাবালি জমলে তাপ উৎপন্ন হয়। ফলে গরম হয়ে প্রসেসরের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রতি কয়েক মাস পর পর কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।
ভালো মানের কুলিং সিস্টেম ব্যবহার করুন
প্রসেসর ঠাণ্ডা রাখতে একটি ভালো মানের কুলার ব্যবহার করা জরুরি। বিশেষ করে গেমিং বা ভারী কাজের জন্য কুলিং সিস্টেমকে আরো উন্নত রাখুন।
থার্মাল পেস্টের সঠিক ব্যবহার নিশ্চিত করুন
প্রসেসর ও হিটসিঙ্কের মধ্যে থার্মাল পেস্ট সঠিকভাবে প্রয়োগ করুন। এটি তাপ পরিবহনব্যবস্থা উন্নত করে। ফলে প্রসেসরের অতিরিক্ত গরম হওয়া প্রক্রিয়া কমিয়ে দেয়।
অতিরিক্ত প্রগ্রাম এড়িয়ে চলুন
পিসিতে অনেক বেশি প্রগ্রাম একসঙ্গে চালালে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই প্রয়োজনীয় কাজ শেষ হলে অন্যান্য প্রগ্রাম বন্ধ রাখুন।