সম্পর্ক কেউ কি ভাঙতে চায়? সবাই তো চায় একটি সুন্দর সম্পর্ক লালন করে এগিয়ে যেতে। কিন্তু বাস্তবতা সব সময় আমাদের দেখানো পথে হাঁটে না। কত সম্পর্কই হুটহাট ভেঙে যায়। তারপর বাকি পথ সেই পরিচিত হাতটি ছাড়াই হাঁটতে হয়। কিন্তু এটিও জীবনেরই অংশ। সম্পর্ক ভাঙার মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। বরং নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শুরু করা। সম্পর্ক ভাঙার পরে কী করবেন? নিজেকে সামলে নেওয়ার জন্য করতে পারেন এই কাজগুলো-
১. বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান
সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরে বন্ধু এবং পরিবারের কাছ থেকে সহায়তা নিন কারণ তারা আপনাকে খুশি রাখবে, আপনার যত্ন নেবে এবং আপনাকে গাইড করে ভাঙা হৃদয় সারিয়ে তুলতে সহায়তা করবে। আপনার বন্ধু এবং পরিবার এরকম সময়ে আপনার সবচেয়ে বড় সমর্থন হতে পারে।