ত্বক ফেশওয়াস দিয়ে পরিষ্কার করছেন, নিয়মিত ব্যবহার করছেন ময়েশ্চারাইজারও। কিন্তু তবুও যেন ত্বকের জৌলুস বাড়ছে না, উল্টো বেশ বিবর্ণ দেখাচ্ছে। কেন এমন হয় জানেন? এক্সফোলিয়েশনের অভাবেই এমনটি হতে পারে
এক্সফোলিয়েশন আসলে কী?
সাপ যেমন খোলস ছাড়ে, ঠিক তেমনই আমাদের ত্বকও সময়ে সময়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তবে তা চোখে দেখা যায় না। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরিয়ে ফেলার যে পদ্ধতি, তাকেই এক্সফোলিয়েশন বলা হয়। আমাদের শরীর স্বয়ংক্রিয় পদ্ধতিতেই পুরনো মৃত কোষ সরিয়ে ফেলতে পারে। মরা চামড়া সরিয়ে নতুন কোষ আসতে মোটামুটি এক থেকে তিন মাস সময় লাগে। তা সত্ত্বেও নিয়মিত প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান দিয়ে এক্সফোলিয়েট করার প্রয়োজন হয়। বয়স, জীবনধারা, অস্বাস্থ্যকর খাবার কিংবা দূষণের কারণে স্বাভাবিক এই প্রক্রিয়ার গতি অনেক সময় ধীর হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ত্বক জেল্লা হারায়। রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে ব্রণের উপদ্রব বেড়ে যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকেরা এক্সফোলিয়েট করার পরামর্শ দিয়ে থাকেন।