পিসিতে এসএসডি কেন ব্যবহার করবেন?

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩৪

আমাদের দেশে কম্পিউটারের স্টোরেরজ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহারের প্রচলন বেশি ছিল। কারণ দামে কম। তুলনায় এক দশক আগেই এসসডি বা সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হতো না বললেই চলে। কারণ এর দাম ছিল নাগালের বাইরে।

কিন্তু এখন এসএসডির দাম অনেকটাই কমে এসেছে। তাই সম্ভব হলে আপনার পিসি বা ল্যাপটপে একটা এসএসডি লাগিয়ে নিন। 


কেন ব্যবহার করবেন এসএসডি—জেনে নিন ১০টি সুবিধা।


বেশি গতি
এসএসডি ব্যবহারে পিসির বুট টাইম দ্রুত হয় এবং সফটওয়্যার লোডিং টাইম অনেক কমে যায়।

ফলে পিসি বা ল্যাপটপে কাজের গতি বাড়ায় অনেকখানি।


স্থায়ীত্ব
এসএসডিতে কোনো মুভিং পার্টস নেই, তাই হার্ডড্রাইভের তুলনায় এটি কম নষ্ট হয় এবং তথ্য সুরক্ষিত থাকে।


বিদ্যুৎ খরচ সাশ্রয়ী
এসএসডি কম বিদ্যুৎ ব্যবহার করে, যা ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাটারি লাইফ বাড়িয়ে দেয়।


তাপ কম উৎপন্ন করে
এসএসডি কম তাপ উৎপন্ন করে, ফলে কম তাপমাত্রায় পিসি দীর্ঘ সময় চালানো সম্ভব হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us