নানা সেক্টরের দাবি-দাওয়া, রাজনৈতিক যন্ত্রণা, সংস্কার, দ্রুততম সময়ে নির্বাচন ইত্যাদি আলোচনার মাঝে ডেঙ্গুর ভয়াবতা নিয়ে যেন ভাবার সময় নেই। যে ডেঙ্গুতে ভুগছে সে-ই টের পাচ্ছে, তার কাছেই এটি খবর। স্বাস্য অধিদফতরের কাছে কতোজন মরেছে, আক্রান্তের সংখ্যা জানানো রুটিন দায়িত্ব।
আসল যাতনা-বেদনা কেবল আক্রান্ত ব্যক্তির আর তার স্বজনদের। গত ক’দিন দেশে জোড়া, হালি এমন কি ডজনে ডজনেও মানুষ মরছে এই ভাইরাসজনিত রোগে। হাসপাতালগুলোতে ঠাঁই দেয়ার অবস্থা নেই। কিন্তু, এ যেন তেমন ঘটনা নয়। নিয়তি বা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে ভাবনার মধ্যে বিষয় শেষ। লক্ষণীয় ব্যাপার গণমাধ্যমেও এসব মৃত্যু বড় দাগের খবর নয়। এর চেয়ে বড় বড় বা গরম কতো খবর পড়ে আছে!