৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৯:১২

যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাক্ষাৎকার দেন।


তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা যাবে না। কারণ বাংলাদেশে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।’


ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বক্তব্য আমি দেখেছি, যারা এর বিরোধিতা করেছেন।

তাদের কথার সঙ্গে আমি একমত। কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে কাগজে-কলমে নিষিদ্ধ করার চেষ্টা করলেও, বাস্তবে তা নিষিদ্ধ হয়ে যায় না। ছাত্রলীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য।


ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে  তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক সময় রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ওঠানামা করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us