জরায়ুমুখ ক্যানসারে আক্রান্তের সংখ্যা বর্তমানে অনেক। এ ক্যানসারের টিকা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস জোনাকী।
জরায়ুমুখ ক্যানসার কী
ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, জরায়ুর দুইটি অংশ থাকে, উপরের অংশটিকে বলা হয় ইউটেরাস বডি বা জরায়ু দেহ এবং নিচের অংশটিকে বলা হয় জরায়ুমুখ বা সার্ভিক্স। এই জরায়ুমুখ বা সার্ভিক্সের ক্যানসারকেই বলা হয় সারভাইকাল ক্যানসার।
বিশ্বব্যাপী নারীদের ক্যানসারের আক্রান্ত ও মৃত্যু হারের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে জরায়ুমুখ ক্যানসার এবং বাংলাদেশে এর স্থান দ্বিতীয়। জরায়ুমুখ ক্যানসার ৩৫ থেকে ৫৫ বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। বিশ্বব্যাপী জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হারের ৯০ শতাংশই ঘটে বাংলাদেশের মত উন্নয়নশীল, মধ্যম আয় এবং অনুন্নত দেশগুলোতে।
জরায়ুমুখ ক্যানসারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। ১০০টিরও বেশি প্রকার বা স্ট্রেন আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের। এর মধ্যে ১৪ থেকে ১৫টি হচ্ছে হাই রিস্ক স্ট্রেন এবং এই উচ্চ ঝুকিপূর্ণ এইচপিভি-১৬, এইচপিভি-১৮ স্ট্রেন ৭০ থেকে ৮০ ভাগ দায়ী জরায়ুমুখের ক্যানসার হওয়ার জন্য।