যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফলে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। বেশিরভাগ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই। এছাড়া ক্লাব বিশ্বকাপের আসরও বসবে সেখানে। তাই ফুটবল বিশ্বের নজরও এখন এই দেশের দিকে।
ট্রাম্পের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একটি দুর্দান্ত ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ হবে! বিশ্বকে একত্রিত করে ফুটবল।’