১০৮ কোটি টাকা ব্যয়, কাজও শেষ হয়নি

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

রাজধানীর ওসমানী উদ্যানে অবকাঠামো উন্নয়নের নামে গত সাত বছরে প্রায় ৭৮ কোটি টাকা খরচ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে আরও ৩০ কোটি টাকা খরচের পরিকল্পনা ঠিক করে রেখেছে সংস্থাটি। বছর বছর খরচের পরিমাণ বাড়লেও এখন পর্যন্ত মানুষ এই উদ্যান ব্যবহার করতে পারছে না। কবে নাগাদ এটি মানুষ ব্যবহার করতে পারবে, তা এখনো ঠিক করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি।


সবুজে ঘেরা এই উদ্যানের গাছ কেটে নানা অবকাঠামো তৈরির কাজ শুরু হলে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবেশবাদীরা। তবে বিগত সরকারের আমলে কোনো আপত্তি আমলে নেওয়া হয়নি। উল্টো অবকাঠামো তৈরি করতে গিয়ে নতুন নতুন পরিকল্পনা যুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এই উদ্যানের পেছনেই ১০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মানুষের হাঁটার জন্য যে পথ তৈরি করা হয়েছে, তার কয়েকটি স্থানে স্লাব ভেঙে গেছে। কিছু কিছু অংশে স্লাব ভেঙে যাওয়ার পর সংস্কারও করা হয়েছে। পার্কের পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দুটি লেকের চারপাশে কংক্রিট দিয়ে বাঁধাই করা হয়েছে। একটি লেকে পানি নেই। আরেকটিতে নোংরা পানি জমে আছে। পার্কের পশ্চিম পাশে বড় আকৃতির যে ভবন নির্মাণ করা হয়েছে, সেটির কাজ এখনো শেষ হয়নি। পুরো পার্ক ঘিরে সিটি করপোরেশন যেসব অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছিল, তার একটির কাজও শতভাগ শেষ হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us