ভারত থেকে যখন যুক্তরাষ্ট্রে পড়তে আসি, পিটসবার্গ ছিল আমার প্রথম ঠিকানা। চাচা-চাচি এখানেই থাকেন। আমার চাচা কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে (সিএমইউ) কাজ করছেন প্রায় ৩০ বছর হলো। তাঁর সঙ্গেই প্রথম এই ক্যাম্পাসে আসা। মনে আছে আমরা ক্যানটিনে বসেছিলাম। জীবনের প্রথম লাসানিয়া খাওয়ার অভিজ্ঞতাও হয়েছিল সেদিন। এত দিন পর এখানে এসে বেশ ভালো লাগছে। আজ তোমাদের সঙ্গে কথা বলব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে।
ক্লাসরুমে এআই
কিছুদিন আগেই আমরা একটা বিশেষ প্রকল্প চালু করেছি। কিন্ডারগার্টেন থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী—তাদের কথা ভেবে প্রকল্পটা সাজানো। শিক্ষার্থী-শিক্ষক, সবাই এখন ভাবছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে পাঠ্যক্রমের অংশ করা যায়, কীভাবে ক্লাসরুমে প্রয়োগ করা যায়। তাই আমরা আড়াই কোটি ডলারের একটা অনুদানের ঘোষণা দিয়েছি। এর মাধ্যমে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থীকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে জানাতে চাই। তারা যদি এই জ্ঞান ছড়িয়ে দিতে পারে, সেটা আমাদের ভবিষ্যতের জন্য বড় ভূমিকা রাখবে।