শিক্ষকদের ‘কল্যাণে’ এবার এসএসসির রেজিস্ট্রেশনেও বাড়তি টাকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৫

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য ভর্তি ফির সঙ্গে ১০০ টাকা করে নেওয়া হলেও এবার নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফির সঙ্গেও এ বাবদে অতিরিক্ত অর্থ আদায় শুরু হয়েছে।


চলতি বছর প্রথমবারের মত বেসরকারি স্কুলের নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অবসর ও কল্যাণ ট্রাস্টে ১০০ টাকা করে দিতে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে, যা নিয়ে ‘নাখোশ’ অভিভাবকরা।


তারা বলছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন পান। ফলে অবসর সুবিধা দেওয়াটাও সরকারের দায়িত্ব। কিন্তু সেটা ‘চাপানো হচ্ছে’ শিক্ষার্থীদের কাঁধে।


শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফির সঙ্গে ১০০ টাকা করে আদায়ের চল শুরু হয় ২০২৩ সালে। এরপর চলতি বছর থেকে বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকেও ভর্তিতে এ খাতে ১০০ টাকা করে নেওয়া হয়। আগামী বছরেও তা দিতে হবে। তবে রেজিস্ট্রেশনের সঙ্গে এই খাতের জন্য অর্থ কেটে রাখা এবারই প্রথম।


এ বিষয়ে প্রশ্ন করলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় রেজিস্ট্রেশনে বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০০ টাকা ফি আদায় শুরু হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us