মানুষ সুন্দরকে ভালোবাসে; তাই সে যেমন নিজেকে পরিপাটি-পরিচ্ছন্ন রাখতে ও সুন্দরভাবে উপস্থাপন করতে চায়, তেমনি তার বাসাবাড়ি, চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং এর সৌন্দর্য বাড়াতে চেষ্টা করে। পরিপাটি পরিবেশ মনকে প্রশান্ত রাখে এবং অবসাদ দূর করে।
কিন্তু আমাদের রাজধানী ঢাকা শহরে ঘর থেকে বের হলেই চোখে পড়ে রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ, হয়তো দু-একটা কুকুর-বিড়াল সে আবর্জনা নাড়াঘাঁটা করে আশপাশে ছড়িয়ে দিচ্ছে। আর তা দুর্গন্ধে ছড়াচ্ছে। শহরের অধিকাংশ ফুটপাতে হাঁটার কোনো উপায় নেই, স্থায়ী/অস্থায়ী বিভিন্ন স্থাপনায় ফুটপাত দখল হয়ে গেছে।
আর ওই দখলকারীদের যথেচ্ছ ব্যবহারে ফুটপাত এবং তৎসংলগ্ন এলাকা নোংরা ও অপরিচ্ছন্ন হচ্ছে। রাস্তাঘাটে কফ, থুতু, পানের পিক, সিগারেটের উচ্ছিষ্টাংশ ফেলা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের মাথার উপরে শহরময় বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেটের তারের কুণ্ডলী রাজধানী শহরের পরিপাটি ভাবকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।