চালের দাম যে বাড়ছে, সেটা জানতে পরিসংখ্যানের প্রয়োজন হয় না। রাস্তার মোড়ে টিসিবির ট্রাকের সামনের দীর্ঘ লাইন দেখলেই সেটা স্পষ্ট। আগে গরিব মানুষেরাই লাইনে দাঁড়াতেন। এখন নিম্নবিত্ত পরিবারের অনেক নারী–পুরুষকেও লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে।
কয়েক মাস থেকেই অন্যান্য নিত্যপণ্যের দামের সঙ্গে চালের দামও বাড়ছে। গত বছর ধানের বাম্পার ফলন হয়, যাতে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হয়েছেন। আগের বছরের তুলনায় গত বছর চাল আমদানির পরিমাণ অনেক কম ছিল। কিন্তু এবার আমদানি বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। প্রথম আলোর খবর থেকে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজানের দেশগুলো থেকে আসা ঢলে আমনের উৎপাদন প্রায় ৮ লাখ ৩৯ হাজার টন কম হবে বলে ধারণা করা হচ্ছে। টিসিবি বলছে, গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মোটা চালের সর্বনিম্ন দাম কেজিতে ২ টাকা, মাঝারি চাল ৪ টাকা এবং সরু চালের দাম ১২ টাকা বেড়েছে।