সাফজয়ী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের উপহার ১ কোটি টাকা

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ২২:১০

আগের দিন সন্ধ্যায় কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা রাঙিয়েছিলেন সাবিনা খাতুনরা। আজ সেই রং নিয়েই ফিরেছেন তারা দেশে। চ্যাম্পিয়ন মেয়েদের বরণে এদিনও অধীর অপেক্ষায় ছিল সবাই। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে অভিনন্দনে সিক্ত হতে হতে তারা পৌঁছেন ফুটবল ফেডারেশনে।

সেখানে অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদষ্টো আসিফ মাহমুদ। চ্যাম্পিয়নদের শুধু ফুল দিয়ে বরণ নয়, সাফল্যের পুরস্কার হিসেবে এক কোটি টাকার চেকও তুলে দিয়েছেন তাদের হাতে।


২০২২ সালে সাবিনাদের প্রথম সাফ জয়ের পর এবার সেই শিরোপা ধরে রাখার আনন্দও কোনো অংশে কম নয়। বরং সাফল্য ধরে রাখাটাই সব সময় কঠিন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই বিজয় উদযাপন করতে চায় পুরোপুরি। মেয়েদের সাফজয়ের বিষয়টি গতকালই উপদষ্টো পরিষদে আলোচিত হয়েছে। সেখানে সাবিনাদের বেতন বকেয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদষ্টোর প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us