ইংল্যান্ডের টেষ্ট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কাউন্টি দুরহামে তার ক্যাসেল ইডেনের বাড়িতে একদল মুখোশধারী চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে বলে জানান স্টোকস। ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দুঃসংবাদটি দেন স্টোকস। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, চুরির সময় তার পরিবার বাড়িতেই ছিলেন। তবে তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে।
পোস্টে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবিও দেন স্টোকস। অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
স্টোকস লেখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি।