আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৮

বিরাট কোহলির শেষের সময় শুরু হয়ে গেছে কি না, ভারতীয় ক্রিকেটে এমন একটা আলোচনা মৃদু আওয়াজে হলেও এরই মধ্যে চালু হয়ে গেছে। ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের সাম্প্রতিক ফর্ম এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসরের প্রেক্ষাপটে যা দিন দিন জোরালো হচ্ছে। এর মধ্যেই এল উল্টো খবর।


আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি। সেটা অবশ্য জাতীয় দলে নয়, আইপিএলে। ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। কোহলি এর আগে টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। তবে তাঁর নেতৃত্বের মেয়াদে বা এর আগে–পরে ফ্র্যাঞ্চাইজিটি কখনোই ট্রফি জিততে পারেনি।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us