ইউটিউবে ভিডিওর দর্শকসংখ্যা ও প্রকাশের সময় দেখা না যাওয়ার কারণ কী

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৪২

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। আর তাই শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। ভিডিওর সঙ্গে দর্শকসংখ্যা ও প্রকাশের সময় উল্লেখ থাকায় নতুন ভিডিও সম্পর্কে জানার পাশাপাশি সেটির জনপ্রিয়তার ধারণা পাওয়া যায়। কিন্তু বেশ কিছুদিন থেকেই ইউটিউব ভিডিওর নিচে দর্শকসংখ্যা ও প্রকাশের সময় দেখতে না পারার অভিযোগ করে আসছেন অনেক ব্যবহারকারী।


ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউটিউব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন ইউটিউব করেনি। ভিডিওর নিচে দর্শকসংখ্যা ও প্রকাশের সময় দেখতে না পারার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বিভিন্ন ব্রাউজারে এক্সটেনশনের মাধ্যমে ইউটিউবে প্রবেশ করলে এ ধরনের সমস্যা হচ্ছে।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) অনেকে জানান, সম্প্রতি নতুন লেআউটে ইউটিউব চালু হচ্ছে। এর ফলে ভিডিও প্রিভিউতে শুধু থাম্বনেইল, শিরোনাম এবং চ্যানেলের নাম দেখা যায়। কিন্তু ভিডিওর দর্শকসংখ্যা ও প্রকাশের তারিখ দেখা যায় না। জনপ্রিয় ইউটিউবার মার্কোস ব্রাউনলি এ বিষয়ে জানান, নেটফ্লিক্সের মতো হওয়ার চেষ্টা না করে ইউটিউবের নিজস্বতা বজায় রাখা উচিত। ভিডিওর দর্শকসংখ্যা প্রদর্শন না করা অনেকের কাছে গ্রহণযোগ্য হলেও প্রকাশের তারিখ সরানোর বিষয়ে আপত্তি রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us