ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখি যুদ্ধের ভেতরও ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ের দিন ঠিক করেছিলেন, কিন্তু অস্থিতিশীল পরিস্থিতির কারণে এবং সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকির মুখে বিয়ের তারিখ পেছাতে চান তিনি।
ইসরায়েলের রাষ্ট্রয়াত্ত সংবাদমাধ্যম কান জানিয়েছে, মূলত নিরাপত্তার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু।
আগামী ২৬ নভেম্বর তেলআবিবের উত্তরে শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
সংবাদমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু সহযোগীদের বলেছেন, পরিকল্পনা অনুযায়ী বিয়ের আয়োজন করতে গেলে আমন্ত্রিত অতিথিদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
তবে এই খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেতানিয়াহুর দপ্তর কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
১৯ অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইরানের সমর্থনপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।