তত্ত্বগতভাবে রাজনীতি এবং আদর্শ পাশাপাশি থাকার কথা থাকলেও বাস্তবে বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষেত্রে উল্টো স্রোত প্রবাহিত হয়। এখন আদর্শের নামে রাজনীতির মাঠে অভিনয় মঞ্চস্থ হয়। অনেক রাজনীতিক বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছে। যখন যেমন অভিনয় করার দরকার ঠিক তেমনটি করে নিজেদের মানিয়ে নিচ্ছে রাজনীতিতে।
আর সেই অভিনয়ে অনেক সময় মুগ্ধ হয়ে ভালো-মন্দ বিচার করতে পারছে না দেশের সাধারণ জনগণ। সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যেভাবে চায়, সেভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা রাজনৈতিক ক্ষমতা নির্ধারিত হয়। কাকে ক্ষমতা দিতে হবে আর কাকে দিতে হবে না সেই বিচারটা নিশ্চয়ই জনগণ সূক্ষ্মভাবেই করে থাকে।
আমরা মনে করি, আমাদের দেশের বেশির ভাগ মানুষই রাজনীতিতে ভণ্ড নেতাদের অপছন্দের তালিকাতেই রাখেন।