বিনিয়োগকারীদের কান্না কেউ শুনছে না

যুগান্তর প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১১:২৫

শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৬৬ পয়েন্ট কমেছে। গত আড়াই মাসে সূচক কমেছে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ৭০ হাজার কোটি টাকা। আর বাজারের বর্তমান অবস্থান গত ৫ বছরের মধ্যে সর্বনিম্নে। সোমবারও বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ করেছে। তবে বিনিয়োগকারীদের কান্না কেউ শুনছে না।


বাজার বিশ্লেষকরা বলছেন, ৫ আগষ্টের পর অর্থনীতির দুই একটি খাত কিছুটা পরিবর্তন হলেও শেয়ারবাজার ব্যতিক্রম। পুরোবাজার নেতিবাচক অবস্থায়। চলতি বছরের ১১ আগষ্ট ডিএসইর মূল্যসূচক ছিল ৬ হাজার ১৫ পয়েন্ট। সোমবার পর্যন্ত তা কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে নেমে এসেছে। এ হিসেবে আড়াই মাসে সূচক ১ হাজার ১১৭ পয়েন্ট কমেছে। ওই সময়ে গড় লেনদেন ছিল ৭শ কোটি টাকায়। কিন্তু বর্তমানে তা ৩শ কোটি টাকার নিচে নেমে এসেছে। ১১ আগষ্ট ডিএসইর বাজারমূলধন ছিল ৭ লাখ ১৩ হাজার কোটি টাকা। বর্তমানে তা কমে ৬ লাখ ৪৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ আলোচ্য সময়ে বাজারমূলধন ৭০ হাজার কোটি টাকা কমেছে। মৌলভিত্তি সম্পন্ন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
৯ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us