ছয় মাসের একটি শিশু। জন্মের পর থেকে মাথাটা ক্রমেই বড় হয়ে বিরাট আকার ধারণ করেছে। শিশুটিকে মা–বাবা সব সময় লুকিয়ে রাখেন, মাথা ঢেকে রাখেন। শিশুটির রোগের নাম হাইড্রোকেফালাস বা জলমাথা। মানে মস্তিষ্কের গহ্বর বা ভেনট্রিকলগুলোতে অতিরিক্ত পানি জমা রোগ।
আরেকটি শিশুর পিঠে বিরাট টিউমার, মলমূত্রের নিয়ন্ত্রণ নেই। অস্বাভাবিক শিশুটিকে মা–বাবা কাছে রাখতে রাজি হননি। তাই দিয়ে দেন একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। শিশুটির মেরুদণ্ড বা স্পাইন ত্রুটিযুক্ত। এর নাম স্পাইনা বিফিডা।
দেশে এ দুই ধরনের ত্রুটিযুক্ত নবজাতকের সংখ্যা অনেক। বেশির ভাগ শিশুরই পরিণতি ওই রকম। কিন্তু একটু সচেতন হলে এমন সমস্যা প্রতিরোধ করা যায়।