‘বি’ গ্রুপের সেরা হওয়ার প্রবল আশা ভুটান জাগিয়েছিল মালদ্বীপকে উড়িয়ে; কিন্তু তাদের চাওয়াটা পূরণ হতে দেয়নি নেপাল। শ্রীলঙ্কাকে হারিয়ে সমীকরণ মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে স্বাগতিকরা। তাতে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভুটানের।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভুটান; ওই ম্যাচে মুড়িমুড়কির মতো গোল করে ১৩-০ ব্যবধানের জয় তুলে নেয় ভুটান।
তাতে গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ৬ গোলের ব্যবধানের জয় দরকার ছিল নেপালের। ৬-০ ব্যবধানে জিতেই গোল ব্যবধানে এগিয়ে থাকার সমীকরণ মিলিয়ে নিয়েছে তারা।