পুরান আসবাব কেনার ক্ষেত্রে যেসব ভুল করা যাবে না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১১:২৭

ব্যবহৃত বা পুরানো আসবাবপত্র কেনার সুবিধা হল কম দামে ভালো জিনিস পাওয়া যায়।


তবে কিনতে গিয়ে অনেকেই সাধারণ কিছু ভুল করেন। ফলে অনেক সময় টাকাটা পানিতে যায়।


তাই ‘সেকেন্ড হ্যান্ড’ আসবাবপত্র কিনতে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের মিতব্যয়ী হওয়ার দুই প্রশিক্ষক জেসি রিড এবং কেট জামপ্রিওলি।



পরখ না করে কেনা যাবে না


রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জামপ্রিওলি বলেন, “ভালো মতো পরীক্ষা না করে পুরানো কোনো কিছু কেনা ঠিক হবে না। পুরান একটা কাচের পাত্র কিনে আনার পর দেখলে সেটাতে সুক্ষ্ম ফাঁটাল রয়েছে। তখন আর কিন্তু ফেরত দেওয়ার উপায় নেই।”


মান, ওজন, কোনো দাগ, উপাদান ও কত দিনের পুরানো- এসব বিষয় ভালো মতো যাচাই বাছাই করে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us