সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইসরায়েল, জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধ থামানোর জন্য চাপ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন, তার মধ্যেই এসব হামলা চালাল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশটি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেন্দ্রীয় দেমেস্কের কাফর সুসা এলাকায় এবং হোমসের গ্রামীণ এলাকার একটি সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।