আপনারা না পারলে নিয়োগ দিয়ে নতুনদের বসাবো: উপদেষ্টা আসিফ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ২১:২১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য আমলাতান্ত্রিক প্রশাসনকে দায়ি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের স্থানে নতুনদের বসানো হবে বলে ঘোষণা দেন তিনি।


শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাইজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামে সবজির ট্রাক সেল চালু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের অসহযোগিতার কারণে একটি স্থবিরতা কাজ করছে। আসলে তো এখানে একটা বিপ্লব হয়েছে। একটা বিপ্লবের পর কোনো কিছুই সিস্টেম ওয়াইজ চলে না। আমরা তারপরও সিস্টেমটা বজায় রেখেছি। আমরা প্রত্যাশা করি এই সিস্টেম বজায় রাখার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে, আমরা সিস্টেম ভাঙবো। আমরা প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গায় নতুনদের বসাবো।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us